মধ্যবিত্তের জন্য স্বস্তির খবরে ফিরছে সঞ্চয়পত্রে আগ্রহ

প্রতিবেদক: মধ্যবিত্তের জন্য সঞ্চয়পত্র একটি জনপ্রিয় ও নিরাপদ বিনিয়োগ মাধ্যম। এতে মূলধন হারানোর ঝুঁকি নেই এবং নিয়মিত মুনাফাও পাওয়া যায়। সংসারের অতিরিক্ত খরচ সামাল দেওয়া, চিকিৎসা বা সন্তানের পড়াশোনার খরচের মতো জরুরি মুহূর্তে এই সঞ্চয়পত্রের মুনাফা মধ্যবিত্তদের জন্য ভরসার জায়গা হয়ে ওঠে।

এমন প্রেক্ষাপটে সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। চলতি অর্থবছরের বাজেটেই এই সিদ্ধান্তের কথা বলা হয়। যদিও তখন জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্তে বেশ কিছু সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। প্রথমত, যারা এখনো রিটার্ন জমা দেন না কিংবা যাদের করযোগ্য আয় নেই, তারাও এখন সহজে সঞ্চয়পত্র কিনতে পারবেন। দ্বিতীয়ত, কর জটিলতা ছাড়াই তারা লাভজনক এবং নিরাপদ সঞ্চয়ে অংশ নিতে পারবেন, যা বিশেষত নারী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠবে। অনেক নারী যাদের নিয়মিত আয় নেই, তারাও পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন।

তৃতীয়ত, মধ্যবিত্তদের ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা আরও মজবুত হবে। এই শ্রেণির জন্য শিক্ষা, চিকিৎসা ও অবসরকালীন খরচ মেটাতে সঞ্চয়পত্র একটি কার্যকর মাধ্যম। এর পাশাপাশি, কিছুদিন আগে সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছিল, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। নতুন এই ছাড় অনেক মধ্যবিত্ত পরিবারকে স্বস্তি দেবে এবং রিটার্ন জমার খরচও সাশ্রয় হবে।

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে— পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র। এর মধ্যে ‘পরিবার সঞ্চয়পত্র’ সবচেয়ে জনপ্রিয়, যা কেবল নারীরা কিনতে পারেন।

সরকার গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রে মুনাফার হার কিছুটা কমিয়েছে। এখন সর্বোচ্চ মুনাফার হার ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ। কম বিনিয়োগে সুদহার তুলনামূলকভাবে বেশি এবং বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে সুদহার কিছুটা কমে যায়।

সবচেয়ে বেশি জনপ্রিয় ‘পরিবার সঞ্চয়পত্রে’ ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১১.৯৩ শতাংশ, বেশি হলে ১১.৮০ শতাংশ। ‘পেনশনার সঞ্চয়পত্রে’ মুনাফার হার যথাক্রমে ১১.৯৮ এবং ১১.৮০ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা ১১.৮৩ ও ১১.৮০ শতাংশ এবং তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে তা ১১.৮২ ও ১১.৭৭ শতাংশ।