
অনলাইন ডেক্স: চলতি মাসের প্রথম আট দিনে দেশে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৯,৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। গড় হিসাবে, প্রতিদিন দেশে ১০ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছে ৮১.৪৩ কোটি ডলার, যা আগের দুই মাসের একই সময়ের তুলনায় বেশি।
ফেব্রুয়ারির প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৬৭.১০ কোটি ডলার।জানুয়ারির প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছিল ৫৩.৫২ কোটি ডলার।
মার্চের প্রথম আট দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২৩.১৩ কোটি ডলার।বিশেষায়িত ব্যাংকগুলো ৬.৮৪ কোটি ডলার।বেসরকারি ব্যাংকগুলো ৫১.২৯ কোটি ডলার।বিদেশি ব্যাংকগুলো ১৫.৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮.৪২ কোটি ডলার এবং ১ মার্চ এসেছে ৩.৮০ কোটি ডলার।
সাম্প্রতিক এই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।