
প্রতিবেদক: রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘মার্চ টু এনবিআর’ ও লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি। এর ফলে রাজধানীর এনবিআর সদর দপ্তরসহ দেশের সব কাস্টমস হাউস, শুল্ক স্টেশন ও রাজস্ব কার্যালয়ে কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সকাল থেকেই জাতীয় রাজস্ব বোর্ডে কোনো কাজ হয়নি। ভবনের তিনটি ফটকে তালা ঝুলছে। বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড সদস্যরা ভেতরে-বাইরে অবস্থান নিয়েছে। কেউ ভবনে প্রবেশ বা বের হতে পারছেন না। এর ফলে এনবিআরের সব সেবা বন্ধ রয়েছে। ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম বন্দর, বেনাপোলসহ সব স্থানে আমদানি–রপ্তানি কার্যক্রমে শুল্কায়ন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এনবিআরের প্রতিটি কক্ষ ফাঁকা ছিল। কর্মকর্তা-কর্মচারীরা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁদের ব্যানার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। আন্দোলনকারীদের দাবি, এই সংস্কার যেন সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে হয় এবং বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।
জুন মাস অর্থবছরের শেষ সময় হওয়ায় রাজস্ব আদায়ের চূড়ান্ত প্রস্তুতির সময় এটি। এমন সময়ে রাজস্ব প্রশাসনের অচলাবস্থা রাজস্ব আহরণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা সরকারের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।
এনবিআরের সামনের সড়কে কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করছেন। নিরাপত্তা বাহিনীও পুরো এলাকা ঘিরে রেখেছে। আন্দোলন যতদিন চলবে, ততদিন দেশের কাস্টমস কার্যক্রম স্থবির থাকবে বলেও আশঙ্কা করা হচ্ছে।