
প্রতিবেদক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২৫ কোটি ডলার (৪.২৫ বিলিয়ন ডলার)। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৪ শতাংশ বেশি। গত বছরের মার্চ মাসে রপ্তানি আয় ছিল ৩৮১ কোটি ডলার (৩.৮১ বিলিয়ন ডলার)।
সোমবার (৭ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইপিবি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশ মোট রপ্তানি আয় করেছে ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ, রপ্তানি আয় বেড়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ এখনো তৈরি পোশাক (RMG) খাত থেকে আসছে।
জুলাই-মার্চ সময়কালে তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বেশি।
শুধু মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। যা আগের বছরের মার্চে ছিল ৩ দশমিক ০৭ বিলিয়ন ডলার। এ হিসাবে প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৪০ শতাংশ।
মার্চ ২০২৪- ৩.৮১ বিলিয়ন ডলার, মার্চ ২০২৫- ৪.২৫ বিলিয়ন ডলার,,প্রবৃদ্ধি হয়েছে — ১১.৪৪% ।
৯ মাসে (জুলাই-মার্চ) মোট রপ্তানি আয় হয়েছে ২০২৩-২৪ অর্থবছর — ৩৩.৬১ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছর – ৩৭.১৯ বিলিয়ন ডলার ,প্রবৃদ্ধি হয়েছে — ১০.৬৩% ।
জুলাই-মার্চ (৯ মাসে)
২০২৩-২৪ অর্থবছর — ২৭.২৮ বিলিয়ন ডলার,২০২৪-২৫ অর্থবছর — ৩০.২৫ বিলিয়ন ডলার,প্রবৃদ্ধি — ১০.৮৪% হয়েছে।
শুধু মার্চ মাসে
মার্চ ২০২৪ — ৩.০৭ বিলিয়ন ডলার,মার্চ ২০২৫ — ৩.৪৫ বিলিয়ন ডলার,প্রবৃদ্ধি — ১২.৪০%।
মার্চ মাসে বাংলাদেশ রপ্তানি আয়ের বড় সাফল্য পেয়েছে। সবচেয়ে বেশি অবদান তৈরি পোশাক খাতের। ৯ মাসের হিসাবেও ভালো প্রবৃদ্ধি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহল। বিশেষ করে তৈরি পোশাক খাতের ধারাবাহিক উন্নতি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।