
প্রতিবেদক: খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা ও সরু নাজিরশাইল চালের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বাজারে দেখা যায়, মিনিকেট চালের বেশ কয়েকটি ব্র্যান্ডের দাম কমেছে। যেমন—গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল ৯০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। ডায়মন্ড ব্র্যান্ডের দাম ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকা এবং রশিদ ব্র্যান্ডের দাম ৭৮ টাকা থেকে কমে ৭৬ টাকায় নেমে এসেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালে। গত সপ্তাহেও খুচরা বাজারে এ চালের দাম ছিল ১০০ টাকা কেজি, যা এখন বিক্রি হচ্ছে ৯২ টাকায়— অর্থাৎ কেজিতে আট টাকা কমেছে। তবে নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা এবং স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। মিনিকেট চালের দামে এই স্বস্তির প্রভাব বাজারে পড়লেও অন্যান্য নিত্যপণ্যের দাম স্থির থাকায় সার্বিক খরচে বড় কোনো পরিবর্তন আসছে না।