
প্রতিবেদক: দেশে কয়েক বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে কিছুটা আশার আলো দেখিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই দেশের মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
গভর্নর বলেন,মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমি মনে করি, এটি আরও কমা উচিত এবং সম্ভবও।”
তিনি জানান, খাদ্য মূল্যস্ফীতি ইতোমধ্যে ডাবল ডিজিট থেকে ৮.৫ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১১.৫ শতাংশ থেকে সোয়া ৯ শতাংশে নেমে এসেছে।
গভর্নরের মতে, মূল্যস্ফীতির পেছনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল এক্সচেঞ্জ রেট বা মুদ্রাবিনিময় হার। তবে এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
“অনেক দিন ধরে টাকাপ্রতি ডলারের দাম ১২২-১২৩ টাকার মধ্যে আছে। এটি আমাদের জন্য বড় স্বস্তির বিষয়,” বলেন তিনি।
ড. মনসুর আরও বলেন,আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম আর বাড়ছে না। আমাদের রপ্তানি সক্ষমতাও বেড়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি কঠোর রেখেছে। এসব মিলিয়ে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রার চেয়েও কমে আসবে বলে আমরা আশাবাদী।”
সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন,বাজেটে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের ওপর কর কিছুটা কমানো হয়েছে। এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে।”
সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আশাবাদী বার্তা এসেছে। যদি বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকে, তবে আগামী কয়েক মাসেই দেশের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন বাজারে।