
অনলাইন ডেক্স: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়তি মূল্যস্ফীতিতে জনগণ চাপে থাকলেও তা কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের প্রভাব দেখা যেতে আরো ২ থেকে ৩ মাস সময় লাগবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার অতিরিক্ত কিছু পদক্ষেপ নেবে। এর ফলে আগামী জুন নাগাদ গড় মূল্যস্ফীতি ৬ থেকে ৭ শতাংশে নামিয়ে আনার আশা করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আড়াই বছরেরও বেশি সময় ধরে মাসভিত্তিক সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে।
- গত ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০.৮৯ শতাংশ
- একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৯২ শতাংশ
- গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ ১৪.১০ শতাংশে পৌঁছেছিল
সরকারের গৃহীত পদক্ষেপগুলো কার্যকর হলে আসন্ন মাসগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।