
প্রতিবেদক: দেশে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমছে এবং সরকারের নীতিগত ধারাবাহিকতা থাকলে সেটিকে ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত “ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা”র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আয়োজনটি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজন করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯.৩৫ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই এ মাসে মূল্যস্ফীতি কমেছে।
গভর্নর বলেন, “আমরা যদি একদিকে টাকা ছাপাই আর বলি মূল্যস্ফীতি কমে না, তাহলে তো হবে না। আমাদের কঠোর অবস্থানে যেতে হবে। ধীরে ধীরে মূল্যস্ফীতি কমবে।”
তিনি আরও জানান, এক সময় দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.৫ শতাংশ, যা এখন নেমে এসেছে ৮.৫ শতাংশে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ১২.৫ শতাংশ থেকে ৯ শতাংশের নিচে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নীতির স্থিতিশীলতা থাকলে মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব নয়।”
নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে গভর্নর বলেন, “নারীদের সাংবিধানিক অধিকার বাস্তবে পুরোপুরি নিশ্চিত হয়নি। ঋণ পাওয়ার ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে ব্যাংক খাতে নারীরা মাত্র ৬ শতাংশ ঋণ পাচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা বাড়াতে ব্যাংকগুলোকেই নিজস্ব তহবিল থেকে এগিয়ে আসতে হবে, নতুন টাকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে নয়।
চার দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে অংশ নিচ্ছেন। আগামী ১১ মে পর্যন্ত চলবে এই মেলা। শেষ দিনে ৬ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “নারী উদ্যোক্তাদের সহায়তায় এসএমই কার্যক্রম আরও বিস্তৃত করা জরুরি। এ জন্য ব্যাংক নির্বাহীদের সচেষ্ট হতে হবে।”