মেঘনা ব্যাংকের দেশে প্রথম রিসাইকেলড প্লাস্টিক ক্রেডিট ও ডেবিট কার্ড সেবা

প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেলড) প্লাস্টিকের তৈরি ক্রেডিট ও ডেবিট কার্ড চালু করেছে মেঘনা ব্যাংক। এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক বাজারে এনেছে দুই ধরনের ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড—গ্রিন প্লাটিনাম ক্রেডিট কার্ড এবং উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ড।

নতুন এই কার্ডধারীরা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। গ্রিন প্লাটিনাম কার্ডধারী বছরে দুই লাখ টাকার বেশি সুবিধা পাবেন, আর উইমেন প্লাটিনাম কার্ড ব্যবহারকারী একজন নারী গ্রাহক বছরে এক লাখ টাকার বেশি সুবিধা উপভোগ করতে পারবেন।

মেঘনা ব্যাংক জানায়, প্রচলিত কার্ডের তুলনায় ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপাদানে তৈরি এই কার্ড উৎপাদনের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমেছে। কার্ড এনভায়রনমেন্টাল ক্যালকুলেটর অনুযায়ী, শক্তির ব্যবহার ৪১ শতাংশ কমেছে এবং হ্যালোজেন উপাদানের ব্যবহার ৫২ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া উৎপাদনের সময় যে বর্জ্য হয়, তা পুনরায় কার্ড তৈরিতে ব্যবহার করা হয়।

কার্ডধারীরা সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা পাবেন। গ্রিন প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, মারমেইড ইকো রিসোর্ট, রেডিসন ব্লু চট্টগ্রাম, ফোর্টিস ডাউনটাউন রিসোর্টসহ বিভিন্ন হোটেল ও রিসোর্টে “এক রাত থাকলে আরেক রাত ফ্রি” সুবিধা ভোগ করতে পারবেন।

এছাড়া আড়ং, যাত্রা বাংলাদেশ, নর্থ অ্যান্ড কফি রোস্টার্স, ব্র্যাক নার্সারি, গ্রিন লাইন পরিবহনসহ বিভিন্ন ব্র্যান্ডে গ্রিন প্লাটিনাম কার্ডে ৪৩ হাজার এবং উইমেন প্লাটিনাম কার্ডে ৩৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। কার্ডধারীরা পাঁচ তারকা হোটেলে একটি খাবার কিনলে আরেকটি খাবার ফ্রি পাবেন এবং ভ্রমণে শেয়ারট্রিপ ও ওয়ান্ডার ওম্যানে ছয় মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১,৫০০ এর বেশি আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে সেবা পাওয়া যাবে।

মেঘনা ব্যাংকের ব্যস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সাদিকুর রহমান বলেন, “গ্রাহক ও পরিবেশের জন্য দায়িত্বশীল উদ্ভাবন আমাদের মূল লক্ষ্য। দেশে প্রথম শতভাগ রিসাইকেলড প্লাস্টিক কার্ড চালু করা টেকসই ব্যাংকিংয়ের পথে আমাদের সাহসী পদক্ষেপ। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল ও গ্রিন ইকোনমি গড়ে তুলতে সহায়তা করবে।”

গ্রাহকরা মেঘনা ব্যাংকের কল সেন্টারে কল, অফিসিয়াল ওয়েবসাইট অথবা যেকোনো শাখায় গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে এই নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

মেঘনা ব্যাংকের হেড অব কার্ডস মোকছেদুর রহমান বলেন, “গ্রিন প্লাটিনাম ও উইমেন প্লাটিনাম কার্ড কেবল প্রিমিয়াম সুবিধা নয়। এর মাধ্যমে গ্রাহকদের গ্রিন ভবিষ্যতে অবদান রাখার সুযোগ দেওয়ার চেষ্টা রয়েছে। আমাদের লক্ষ্য বিশ্বমানের সেবা দেওয়ার পাশাপাশি দেশে গ্রিন ব্যাংকিং সংস্কৃতি গড়ে তোলা।”