মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১.৩১ কোটি

অনলাইন ডেক্স: গত সাত মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৩১ লাখ কমেছে। শুধু জানুয়ারিতেই প্রায় ১০ লাখ গ্রাহক হারিয়েছে টেলিকম অপারেটররা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে ১১ কোটি ৬০ লাখ হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার পেছনে তিনটি প্রধান কারণ আছে।

চলতি অর্থবছরের শুরুতে সরকার সিমের ওপর কর ৫০% বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করে।কর বৃদ্ধির কারণে বাংলালিংক ও রবি-র মতো ছোট অপারেটররা সিম বিক্রিতে ভর্তুকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। চলমান অর্থনৈতিক মন্দার কারণে অনেক গ্রাহক নতুন সিম কেনা বা একাধিক সংযোগ রাখা কমিয়ে দিয়েছে।

বাংলালিংকের করপোরেট প্রধান ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান বলেন, ‘কর বৃদ্ধির ফলে মোবাইল অপারেটরদের আগের মতো ভর্তুকি দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, ছোট অপারেটরদের জন্য এটি আরও চ্যালেঞ্জিং, কারণ বড় টেলিকম কোম্পানিগুলো তুলনামূলক বেশি ভর্তুকি দিতে পারে, যা বাজারের প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে।

রবির করপোরেট প্রধান ও নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম মনে করেন, সিমের অতিরিক্ত দাম গ্রাহকদের একাধিক সংযোগ রাখা থেকে বিরত রাখছে।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমার প্রভাব ইতোমধ্যে ই-কমার্স ও অনলাইন ব্যবসায় পড়তে শুরু করেছে। বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, ‘গত এক বছর ধরে বিডিজবসের ব্যবহারকারী বাড়াতে আমাদের লড়াই করতে হচ্ছে।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমলেও ব্রডব্যান্ড সংযোগের সংখ্যা সামান্য বেড়েছে। গত সাত মাসে ব্রডব্যান্ড ব্যবহারকারী ৫ লাখ বেড়ে ১ কোটি ৪০ লাখে পৌঁছেছে।জানুয়ারির হিসাব অনুযায়ী, মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি।

বিটিআরসির নিয়ম অনুযায়ী, ৯০ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করলেই তাকে সক্রিয় ইন্টারনেট গ্রাহক হিসেবে ধরা হয়।