যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আবার নীতি সুদহার কমাল

প্রতিবেদক: বছরের শেষ প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার ০.২৫ শতাংশ হারে কমিয়েছে। ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, চলতি বছরের এই কমানো সম্ভবত শেষবারের মতো হবে।

মূলত বাজারে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বেকারত্বের উচ্চ হার এবং কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে ফেডের হাতে পর্যাপ্ত তথ্য নেই। পাওয়েল বলেন, অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র না পাওয়া পর্যন্ত সুদহার কমানো ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, ফেড তথ্য সংগ্রহ করছে এবং তা নীতিনির্ধারণে ব্যবহার করবে। তবে ডিসেম্বরের বৈঠকে সুদহার পরিবর্তন হবে কি না, তা এখনও অনিশ্চিত। ফেডের মধ্যে নীতিনির্ধারণে তীব্র মতভেদ রয়েছে। কিছু সদস্য মনে করছেন অন্তত একটি ত্রৈমাসিক অপেক্ষা করা উচিত।

ফেডের নীতি সুদহার কমলে অর্থের প্রবাহ বাড়ে, মানুষের হাতে টাকা বেশি থাকে এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়ে। বিপরীতে সুদহার বাড়লে মুদ্রার মান শক্তিশালী হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু উন্নয়নশীল দেশে ঋণের চাপ ও আমদানি ব্যয় বেড়ে যায়।

অক্সফোর্ড ইকোনমিকসের মাইকেল পিয়ার্স বলেন, এবারকার বৈঠকের পর সুদহার কমানোর বিরতি আসছে। চলতি বছর ধারাবাহিকভাবে কমানো হলেও কমিটির অনেক সদস্য মূল্যস্ফীতির বাড়ার আশঙ্কায় এখনও সতর্ক।

ফেডের এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করে। সুদহারের ওঠানামা বিশ্ববাজারে মূলধন প্রবাহ, বিনিময় হার ও বিনিয়োগের দিকনির্দেশক হিসেবে কাজ করে।