যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক: স্থায়ী সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ মার্কিন প্রতিনিধিদের

প্রতিবেদক: বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা বলেছে, আগামী ৯ জুলাই ৯০ দিনের শুল্ক স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এই পরামর্শ দেয়। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রতিনিধি দল জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আদেশের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ খুবই সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে স্থায়ী সমাধানে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি।

পররাষ্ট্র সচিব জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা এরইমধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এ স্থগিতাদেশকে একটি “বিরতি” হিসেবে দেখে না, বরং এই সময়টিকে পারস্পরিক স্বার্থে সংকট মোকাবিলার একটি সুযোগ হিসেবে ব্যবহার করছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ছাড়াও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ ও রোহিঙ্গা সংকটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের শ্রমমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব। তিনি অন্তর্বর্তী সরকারের ১১টি সংস্কার কমিশনের কাজের কথাও তুলে ধরেন, যা প্রশংসা করে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল।

এছাড়া, ইউএসএআইডির (যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) তহবিল হ্রাসের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব স্বাস্থ্য ও কৃষি খাতে তহবিল পুনর্বিবেচনার অনুরোধ জানান। পাশাপাশি মার্কিন উন্নয়ন অর্থ করপোরেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থন চান, যা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানায় প্রতিনিধি দল।