যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার বৈঠক সশরীরেই

প্রতিবেদক: পাল্টা শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তৃতীয় দফার আলোচনা এবার সশরীরেই হতে যাচ্ছে। আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আলোচনাটি অনলাইনে হওয়ার কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় সম্মত হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর আমরা কয়েক দফা কাজ করেছি। এরমধ্যে ওয়াশিংটনে দুটি সরাসরি ও একটি অনলাইন বৈঠক হয়েছে। এরপর অংশীজনদের সঙ্গে আলোচনা করে ২৩ জুলাই চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানানো হয়।”

বাংলাদেশের প্রতিনিধি দলে থাকছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। দলটি সোমবার রাতে ঢাকা থেকে রওনা দেবে।

বাণিজ্যসচিব আরও জানান, “দুই দিনের আলোচনার পর ৩১ জুলাই আরেকটি বৈঠক হতে পারে। আশা করছি, ১ আগস্টের মধ্যে শুল্ক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

উল্লেখ্য, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে বাংলাদেশের চিঠির পরিপ্রেক্ষিতে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। তবে ৮ জুলাই ট্রাম্প পুনরায় ঘোষণা দেন, ১ আগস্ট থেকে বাংলাদেশের জন্য পাল্টা শুল্কহার হবে ৩৫ শতাংশ, ফলে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ—যা বর্তমানে গড় ১৫ শতাংশ।