
প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি কিছু বিষয়কে নিয়ে মতপার্থক্যের কারণে এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসন বাড়তি ৩৭ শতাংশ শুল্ক আরোপ থেকে বিরত থাকবে এবং ৯ জুলাইয়ের মধ্যে চুক্তি না হলেও ঢাকার ওপর বাড়তি শুল্ক কার্যকর না করার আশ্বাস দিয়েছে। এই আশ্বাস গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সূত্র জানায়, শুল্ক ইস্যুতে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে চায় তার একটি তালিকা দ্রুত পাঠানোর কথা রয়েছে, যা হাতে পেলে বাংলাদেশ সরকারের অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পণ্যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন, যার মধ্যে বাংলাদেশে ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা ছিল। ৯ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। এর পর থেকে অন্তত ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯ বা ১০ জুলাই শুল্ক চুক্তি নিয়ে ইউএসটিআরের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ওয়াশিংটন আশ্বাস দিয়েছে, বাংলাদেশের ছাড় পাওয়া প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে থাকবে না এবং আলোচনা চলাকালীন বাড়তি শুল্ক আরোপ করা হবে না। এসব অবস্থায় বাংলাদেশ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে।