
অনলাইন ডেক্স: যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্কনীতির কারণে দেশটিতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের গাড়ির উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। বিষয়টি জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক জনপ্রিয় রোগ (Rogue) এসইউভি মডেলের জাপানি উৎপাদন কমানো হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে উৎপাদিত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্বব্যাপী গাড়ি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হচ্ছে।
জাপানের তৃতীয় শীর্ষ গাড়ি নির্মাতা নিশানের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। সেখানে বিক্রি হওয়া গাড়ির একটি বড় অংশ জাপান ও মেক্সিকোতে উৎপাদিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, জাপানের কিউশু শহরে অবস্থিত নিশানের কারখানায় আগামী তিন মাসে রোগ মডেলের ১৩ হাজার গাড়ির উৎপাদন কমানো হবে। এতে করে কর্মীদের কর্মঘণ্টাও কমে যাবে।
চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে ৬২ হাজার রোউগ গাড়ি বিক্রি করেছে নিশান।