যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ২৫% শাস্তিমূলক শুল্ক আরোপ, মোদি দৃঢ় অবস্থানে

প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে। ২৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) থেকে এই শুল্ক কার্যকর হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার কারণে ভারতকে লক্ষ্য করে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হচ্ছে। নথির সংযুক্ত তালিকায় উল্লেখিত ভারতীয় পণ্যগুলো ২৭ আগস্ট থেকে আমদানি বা ভোগের জন্য গুদাম থেকে উত্তোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই অতিরিক্ত শুল্কের ফলে ভারতীয় পণ্যে মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশ। ভারতের বার্তায় জানা গেছে, শুল্ক কার্যকর হওয়ার দুই দিন আগে, ২৬ আগস্ট, আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক জনসভায় বলেছেন, অর্থনৈতিক চাপ যতই আসুক, ভারত তা সহ্য করবে এবং নিজেদের সক্ষমতা বাড়াতে থাকবে। তিনি জোর দিয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও পশুপালকদের স্বার্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ। মোদি উল্লেখ করেছেন, “আজ পৃথিবীতে আর্থিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই শুধু নিজেদেরটাই করছে। আমরা তা স্পষ্টই দেখছি।”

চুক্তি সম্পন্ন না হওয়ার কারণেও ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প ভারতের কাছ থেকে বাজার উন্মুক্তকরণ, বিনিয়োগ ও বড় ক্রয়ের প্রতিশ্রুতি আশা করেছিলেন। তবে ভারত কোনো ছাড় দিতে প্রস্তুত ছিল না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় কট্টর অবস্থান বজায় রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার পণ্য কেনা চালিয়ে যাচ্ছে, অথচ শুধুমাত্র ভারতের রাশিয়ার তেল কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।