
প্রতিবেদক: ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইরান অভিমুখী একটি তেলবাহী জাহাজে থাকা পাঁচজন বাংলাদেশি নাবিক আটকে পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে। যুদ্ধের কারণে জাহাজটির পরবর্তী গন্তব্য ইরানে যেতে রাজি নন কোনো নাবিক। আবার দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় তাঁরা জাহাজ ত্যাগ করেও দেশে ফিরতে পারছেন না।
জানা গেছে, ক্যামেরুনের পতাকাবাহী এমটি ট্রিস গ্যাস নামের এই জাহাজটি ২৮ জন নাবিকসহ বর্তমানে পারস্য উপসাগরের দুবাই উপকূলে অবস্থান করছে। এর পরবর্তী গন্তব্য ছিল ইরানের আসালুয়ে বন্দরে, যেখানে এলপিজি বোঝাই করার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে নাবিকেরা নিরাপত্তাজনিত কারণে জাহাজটি নিয়ে ইরানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানান, অন্যান্য দেশের নাবিকেরা দুবাইতে নেমে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেও বাংলাদেশি পাঁচজন নাবিক সেখানে আটকা পড়েছেন। কারণ, বর্তমানে দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন বলেন, এই পরিস্থিতিতে যুদ্ধকালীন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশের নাগরিকদের ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে দ্রুত কূটনৈতিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
জাহাজটি চীনের গলুই বন্দর থেকে রওনা দিয়ে বর্তমানে দুবাই উপকূলে অবস্থান করছে। এটি প্রায় ৫০ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি পরিবহনের সক্ষমতা সম্পন্ন এলপিজিবাহী একটি ট্যাংকার।
নাবিকদের সংগঠন ও সংশ্লিষ্ট মহল তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।