
পোর্ট মেট্রো ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস (স্কয়ার ফার্মা) এর ১৫ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক রত্না পাত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে আজ বুধবার (১২ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।
আজকের লেনদেন শেষে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৮ টাকা ৯০ পয়সা। সে হিসাবে, ১৫ লাখ শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় ৩২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা। তবে শেয়ারের দাম ওঠা-নামার কারণে এই মূল্য পরিবর্তন হতে পারে। কোম্পানিটি জানায়, রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করবেন।