
রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংক গ্যারান্টির বিপরীতে এ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়াধীন রয়েছে, যা চালু হলে পুরোনো সেবা পদ্ধতি বন্ধ হয়ে যাবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সভায় এ অগ্রগতির তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, প্রতিযোগিতামূল্যে পণ্য রপ্তানির সুবিধার্থে আংশিক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর আমদানি করা কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ও অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ইউটিলাইজেশন ডিকলারেশন (ইউডি) শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে।
আরও জানানো হয়, বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস কর্তৃক পরীক্ষার মাধ্যমে নির্ধারিত এইচএস কোডের মধ্যে সামান্য অমিল থাকলেও চালান খালাস দেওয়া যাবে। তবে শর্ত হলো, দুই কোডের প্রথম চার ডিজিট মিলে থাকতে হবে। এ ক্ষেত্রে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধন করার অঙ্গীকারনামা দিতে হবে। এই নির্দেশনা চলমান সব পণ্য চালানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সভায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আরও ৩১টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতিসহায়তার প্রস্তাব বাস্তবায়নের কাজ চলছে। সরকারের সমন্বিত উদ্যোগ সফল হলে তৈরি পোশাকবহির্ভূত খাতের রপ্তানি বৃদ্ধি, বৈচিত্র্যকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা প্রদানের পাশাপাশি বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে নিজস্ব মূল্যায়ন (সেলফ-অ্যাসেসমেন্ট) ও পোস্ট ক্লিয়ারেন্স অডিটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি নিজেও এ বিষয়ে তদারক করবেন বলে জানান।