
অনলাইন ডেক্স: গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ রফতানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন কারখানা ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে, যা শুধুমাত্র রফতানিযোগ্য পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হবে।
এ লক্ষ্যে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে আরএফএল গ্রুপ, যা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। এই চুক্তির আওতায় হাইতিয়ান গ্রুপ উন্নতমানের ইঞ্জেকশন মডেলিং মেশিন সরবরাহ, স্থাপন ও কমিশনিং করবে।
গতকাল রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন,
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও এই বিনিয়োগ আমাদের জন্য একটি মাইলফলক। নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে কারখানাটি এপ্রিল-মে মাসের মধ্যে উৎপাদনে যাবে।
তিনি আরও জানান, প্রাণ-আরএফএল গ্রুপ ইতোমধ্যে ইউরোপে গৃহস্থালি পণ্য রফতানি করছে, এবার উত্তর আমেরিকার বাজার ধরার লক্ষ্য নেওয়া হয়েছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সুযোগ কাজে লাগিয়ে নতুন বাজার সম্প্রসারণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
কর্মসংস্থান ও শ্রমিক কল্যাণ প্রসঙ্গে কামরুজ্জামান কামাল বলেন,নতুন কারখানায় শতভাগ কমপ্লায়েন্স অনুসরণ করা হবে। কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও সুচিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিতে ইটিপি স্থাপন করা হবে।
নতুন কারখানার মাধ্যমে প্রায় ২,৫০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান তিনি।
আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (রফতানি) সালাউদ্দিন শিকদার বলেন,নতুন কারখানায় বার্ষিক ৪২ মিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য উৎপাদন সম্ভব হবে, যা রফতানি আয় ৩০ শতাংশ বৃদ্ধি করবে। এরই মধ্যে নতুন কারখানাকে কেন্দ্র করে ৬ মিলিয়ন ডলারের রফতানি আদেশ এসেছে, যা পোশাক খাতের বাইরে বেসরকারি খাতের অন্যতম বৃহৎ রফতানি আদেশ।
তিনি আরও জানান, নতুন কারখানায় কনটেইনার, টয়েজ (খেলনা), টেবিলওয়্যার ও কিচেনওয়্যারসহ বিভিন্ন ডিজাইনের গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে।
২০০৭ সালে ভারতে গৃহস্থালি প্লাস্টিক পণ্য রফতানির মাধ্যমে আরএফএল গ্রুপের রফতানি কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বের ৮০টি দেশে তাদের পণ্য পাওয়া যাচ্ছে এবং ২০ শতাংশ প্রবৃদ্ধির হার বজায় রেখে রফতানি বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানটি ৩০টি ক্যাটাগরিতে ৫০০ ধরনের পণ্য রফতানি করছে।
নতুন বিনিয়োগের মাধ্যমে আরএফএল গ্রুপের গ্লোবাল মার্কেটে অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।