রমজানে ফলের দাম সহনীয় রাখতে শুল্ক ও কর কমালো সরকার

প্রতিবেদক: পবিত্র রমজানে ফলের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার তাজা ফল আমদানিতে শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে। এ লক্ষ্যে দুটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে উল্লেখিত কর ছাড়ের বিষয়গুলো ,তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।আগাম কর (৫ শতাংশ) সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।ফল আমদানিতে অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার এনবিআর-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকার বিগত কয়েক মাসে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক ও করছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে—ভোজ্য তেল,চিনি,আলু,ডিম,পেঁয়াজ,চাল,খেজুর,কীটনাশক

এনবিআর জানিয়েছে, সরকারের এসব সময়োপযোগী পদক্ষেপের ফলে এ বছর পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।