রমজানে ভোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ

অনলাইন ডেক্স: আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। এ সময় সাধারণ ভোক্তা ও নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে জানান, রমজানে বিশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে—ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকা।পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা।ডিম প্রতি ডজন ১১৪ টাকা।গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা।

প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার দুধ, ২ হাজার কেজি ব্রয়লার মুরগির মাংস এবং ২ থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পণ্য বিশেষভাবে বস্তি ও নিম্নবিত্ত এলাকায় সরবরাহ করা হবে।

সারা দেশে ব্রয়লার মুরগি, ডিম, দুধ, গরু ও খাসির মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমের মাধ্যমে সরবরাহ করা হবে। ঢাকা শহরের ২৫টি নির্ধারিত স্থানে এ পণ্য বিক্রি করা হবে, যার মধ্যে রয়েছে—সচিবালয়, ফার্মগেট, মিরপুর, আজিমপুর, বনশ্রী, হাজারীবাগ, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, উত্তরা, রামপুরা, শাহজাদপুর, কল্যাণপুর, তেজগাঁও, বঙ্গবাজার, কাকরাইল প্রভৃতি।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, মার্চ ও এপ্রিল মাসে ৩ লাখ টন চাল বিতরণ করা হবে।

  • ৫০ লাখ পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে।
  • ঈদের সময় এক কোটি পরিবার বিনা মূল্যে ১০ কেজি চাল পাবে।
  • রমজানে মোট ৭ লাখ টন খাদ্যপণ্য বিতরণ করা হবে।
  • টিসিবির মাধ্যমে আরও ১ লাখ টন চাল বিতরণ করা হবে।
  • ওএমএসের মাধ্যমে অতিরিক্ত ১ লাখ টন চাল সরবরাহ করা হবে।

ঢাকা মহানগরীতে ১২২টি কেন্দ্র ও ৭০টি ট্রাক থাকবে, যা ম্যাজিস্ট্রেটদের সহায়তায় বাজার তদারকি করবে।

নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে তিনটি তদারকি দল গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করবে, যাতে অবৈধ মজুতদারি ও কারসাজি বন্ধ রাখা যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান জানান,

  • নিয়মিত দুইটি দলের পরিবর্তে তিনটি দল বাজার তদারকি করবে।
  • ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি দল নিয়মিত বাজার মনিটরিং করবে।

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে আরও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।