
প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে জারি করা অধ্যাদেশ প্রণয়নের সময় চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল। রোববার (১৩ জুলাই) সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই অধ্যাদেশ সংশোধন করা হবে। এতে প্রশাসন ক্যাডার বা শুল্ক–কর ক্যাডারের একক আধিপত্য থাকবে না। বরং সচিব ও ঊর্ধ্বতন পদে নিয়োগের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন এবং যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হবে।”
ফাওজুল কবির খান বলেন, “রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ হঠাৎ করে জারি হয়। এনবিআর ভেঙে নতুন কাঠামো গঠনের পেছনে মৌলিক ত্রুটি ছিল। যেমন, সেখানে লেখা হয়েছে ‘উপযুক্ত ব্যক্তিকে সচিব করা হবে।’ এই উপযুক্ত ব্যক্তি কে—আবুল বারকাত?” তিনি আরও বলেন, “এ বিষয়ে চিহ্নিত সমস্যা ও সুপারিশ কমিটির পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে জানানো হবে।”
তিনি বলেন, “এনবিআর এখন আর থাকবে না। এই নাম শুনলেই মানুষ হাসে, কারণ কী, তা সবাই জানেন। এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, এখন তাদের উচিত রাজস্ব আহরণ বাড়িয়ে সেই আস্থা ফিরিয়ে আনা।”
এনবিআর ভেঙে আলাদা বিভাগ গঠনের বিরুদ্ধে গত দুই মাস ধরে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তারা কেউ শিশু নয়। খাতুনগঞ্জের আড়ত না এটা, যেখানে সবাই কাজ ফেলে আন্দোলনে যায়। এভাবে দেশের রাজস্ব আহরণে বাধা দেওয়া এবং ব্যবসায়ীদের ক্ষতির দায় কে নেবে?”
দুর্নীতি দমন কমিশন (দুদক) কি আন্দোলন ঠেকাতে ব্যবহৃত হয়েছে—এমন প্রশ্নে ফাওজুল কবির বলেন, “না, দুদক আগেই প্রক্রিয়ায় ছিল। এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি এনবিআর কর্মকর্তারা নির্দোষ হন, দুদক তাদের দায়মুক্তি দেবে।”
তিনি আরও জানান, আন্দোলন স্থগিত করলেও রাজস্ব আহরণের গতি কমে গেছে। “মাঠপর্যায়ে গিয়ে দেখা হবে আগে কী সেবা দেওয়া হতো এবং এখন কী দেওয়া হচ্ছে। কে কতটুকু কাজ করছে, তাও খতিয়ে দেখা হবে,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “এটি কেবল বাণিজ্য আলোচনা নয়। যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে। কে কোন দেশের সঙ্গে কেমন সম্পর্ক রাখছে, তা তারা পর্যবেক্ষণ করছে। এ নিয়ে একটি সমন্বিত ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলছে।”
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কহার নিয়ে ব্যবসায়ীদের ‘অন্ধকারে’ থাকার সুযোগ নেই। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।