রাজস্ব আদায়ে ৫১ হাজার কোটি টাকার ঘাটতি

অনলাইন ডেক্স: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ৫১ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। এ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট আদায় করেছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা।

এনবিআরের সংশোধিত বার্ষিক লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যা মূল লক্ষ্যের (৪ লাখ ৮০ হাজার কোটি টাকা) তুলনায় কিছুটা কম। এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া সাময়িক তথ্যে এ তথ্য উঠে এসেছে।

রাজস্ব আদায়ে ঘাটতির পেছনে মূলত গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে। পাশাপাশি অর্থনৈতিক শ্লথগতি এবং ব্যবসা-বাণিজ্যের মন্দাভাবও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাত—আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়করের কোনোটিতেই সাত মাসের লক্ষ্য পূরণ হয়নি।

সাত মাসে আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ৮৮ হাজার ৩৯৫ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৬৪ হাজার ৬৪ কোটি টাকা। ফলে ঘাটতি হয়েছে ২৪ হাজার ৩৩১ কোটি টাকা।

এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার ৫১২ কোটি টাকা, তবে আদায় হয়েছে ৫৮ হাজার ২১০ কোটি টাকা। এতে ঘাটতি হয়েছে ১২ হাজার ৩০২ কোটি টাকা।

ভ্যাট থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৮ হাজার ৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৭৩ হাজার ৫৬৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম।

সামগ্রিকভাবে এনবিআরের রাজস্ব আদায়ের গতি মন্থর থাকায় সংশ্লিষ্ট খাতগুলোকে কার্যকরী উদ্যোগ নিতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।