
প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা (আরও) ও সহকারী রাজস্ব কর্মকর্তারা (এআরও) তাঁদের পুরোনো পদবি—‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’—পুনর্বহালের দাবি জানিয়েছেন।
রোববার দুপুরে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) নেতারা এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে এ দাবিসংবলিত একটি চিঠি হস্তান্তর করেন। তাঁরা এনবিআরের কার্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এ সময় এনবিআরের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
বাকাএভের সভাপতি কে এম মাহবুব আলম ও মহাসচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ পদবিগুলো পরিবর্তন করে যথাক্রমে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ (এআরও) ও ‘রাজস্ব কর্মকর্তা’ (আরও) করা হয়। কিন্তু এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয়ের সমস্যা দেখা দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশ যেমন ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সীমান্তে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে, কিংবা সমুদ্রবন্দর ও বিমানবন্দরের কার্যক্রমে এনবিআরের মাঠপর্যায়ের কর্মকর্তারা পরিচয় সংকটে পড়ছেন। কারণ, আন্তর্জাতিক অঙ্গনে ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ পদবিই অধিক পরিচিত। বিদেশি জাহাজের ক্যাপ্টেন বা বিমানের পাইলটরাও এই দুটি পদবির সঙ্গেই পরিচিত।
বাকাএভ আরও জানায়, বিশ্বের প্রায় সব দেশে কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য এই দুটি পদবি গৌরব ও ঐতিহ্যের প্রতীক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পদবি পুনর্বহাল করলে সরকারের আর্থিক কোনো বাড়তি ব্যয়ও হবে না।