
প্রতিবেদক: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালার খসড়াও প্রায় চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১২ মে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। বর্তমানে এনবিআর নীতি প্রণয়ন ও রাজস্ব আদায়—উভয় কাজ করে থাকে। নতুন অধ্যাদেশ কার্যকর হলে নীতি প্রণয়ন ও আদায় পৃথক দুই বিভাগে ভাগ হবে।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় আন্দোলন ও অচলাবস্থা সৃষ্টি করেন। তাঁদের স্বার্থ অক্ষুণ্ন রাখার আশ্বাস দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে সমাধান খুঁজতে দায়িত্ব দেওয়া হয় উপদেষ্টা ফাওজুল কবির খানকে।
বৈঠকের সূত্র জানায়, দুটি বিভাগের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে জনবল কাঠামো ও নিয়োগপদ্ধতি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। সচিব নিয়োগে মেধা, সততা, দক্ষতা ও প্রজ্ঞাকে প্রাধান্য দেওয়া হবে—এ বিষয়ে প্রায় নিশ্চিত হওয়া গেছে। শেষ পর্যন্ত অধ্যাদেশ এমনভাবে সংশোধন করা হচ্ছে, যাতে উভয় পক্ষের জন্য তা ‘উইন-উইন’ হয়।