
প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। বিশেষ করে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২৯ কোটি মার্কিন ডলার, যা একটি ঐতিহাসিক মাইলফলক। উৎসব-পরবর্তী সময়েও রেমিট্যান্স আহরণের গতি স্থির রয়েছে। শুধু এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৭৮ কোটি ডলার, অর্থাৎ গড়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ডলার বা প্রায় ১,১০৪ কোটি টাকা।
এই ইতিবাচক প্রবণতার মধ্যেও একটি দুশ্চিন্তার বিষয় সামনে এসেছে। দেশের আটটি ব্যাংক প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এক টাকাও নিজেদের চ্যানেলের মাধ্যমে দেশে আনতে পারেনি। রেমিট্যান্স আহরণে শূন্য প্রাপ্তি এই ব্যাংকগুলোর কার্যকারিতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
শূন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত দুইটি ব্যাংক—বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি তিনটি ব্যাংক হলো সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। পাশাপাশি বিদেশি চারটি ব্যাংক—হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক—এরও কোনো ধরনের রেমিট্যান্স আহরণ হয়নি।
এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর কার্যক্রম ও রেমিট্যান্স আহরণে সক্ষমতা বাড়াতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও নীতিগত পুনর্বিন্যাস।