রেস্তোরাঁ খাতে স্বস্তি, ভ্যাট আবার ৫ শতাংশে নামলো

অনলাইন ডেক্স: হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার পুনরায় ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর।

এর আগে গত ৯ জানুয়ারি ভ্যাট হার বাড়িয়ে একটি অধ্যাদেশ জারি করা হলে ব্যবসায়ী মহলসহ বিভিন্ন মহলে তা নিয়ে সমালোচনা শুরু হয়। বর্ধিত ভ্যাটের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সারা দেশে মানববন্ধন করার ঘোষণা দেয়। তারা ভ্যাট হার কমানোর জন্য এনবিআরে আবেদনও করে।

এনবিআর তাদের একটি চিঠির মাধ্যমে জানায়, রেস্তোরাঁ মালিক সমিতির প্রস্তাব গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়েছে এবং ভ্যাটের হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে হোটেল ও রেস্তোরাঁ খাতে আগের মতোই ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

এনবিআর আরও উল্লেখ করে, ভ্যাটের আওতাসহ রাজস্ব আদায় বৃদ্ধি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা রেস্তোরাঁ মালিক সমিতির বিশেষ সহযোগিতা কামনা করছে। এই সিদ্ধান্ত ব্যবসায়ী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং ভ্যাট নিয়ে উদ্ভূত অসন্তোষ প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের এই পদক্ষেপের ফলে হোটেল ও রেস্তোরাঁ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ কমবে এবং সেবাখাতের কার্যক্রম আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।