
প্রতিবেদক: ২০২৪ সালের জন্য শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দেবে না ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ২০২৪ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে মাত্র ০.০৫ টাকা, যেখানে ২০২৩ সালে এ পরিমাণ ছিল ১.৪৫ টাকা। মুনাফায় এই উল্লেখযোগ্য পতনের কারণে চলতি বছর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা থেকে বিরত থাকছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ মেয়াদেও একই ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে ইউসিবির শেয়ারপ্রতি আয় কমে দাঁড়িয়েছে ০.০৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল পুনর্নির্ধারিত হিসাবে ০.৪২ টাকা। এই আয়ের পতনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রয়োজনীয় সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি।
যদিও আয় কমেছে, তবে নগদ প্রবাহের দিক থেকে ব্যাংকটি কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ইউসিবির শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে হয়েছে ৭.০৬ টাকা। আগের বছরের একই সময়ে এটি ছিল ঋণাত্মক ৪.৭৬ টাকা। প্রবাহে এই উন্নতির মূল কারণ হিসেবে দেখানো হয়েছে ঋণ বিতরণে প্রবৃদ্ধি, যদিও আমানতের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম ছিল।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ইউসিবির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬.১১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬.৫৩ টাকা। এই হ্রাসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ২০২৩ অর্থবছরের নগদ লভ্যাংশ পরিশোধ, যার ফলে সংরক্ষিত মুনাফা হ্রাস পেয়েছে।