লাফার্জহোলসিমের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা সিনহা ফ্যাশনসের

প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির করপোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশনস লিমিটেড। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, লাফার্জহোলসিমে সিনহা ফ্যাশনসের হাতে বর্তমানে ২ কোটি ৩১ লাখের বেশি শেয়ার রয়েছে। সেখান থেকে তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৩০ লাখ শেয়ার বাজারে বিক্রি করবে। গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। এই হিসাবে ৩০ লাখ শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৪ কোটি ২৮ লাখ টাকা।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে সিনহা ফ্যাশনস লাফার্জহোলসিমের ২৬ লাখ ২৭ হাজার শেয়ার বিক্রি করে। এ নিয়ে ২০২৪ সালে প্রতিষ্ঠানটি দুই দফায় মোট প্রায় ৫৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিল।

লাফার্জহোলসিম একটি বিদেশি মালিকানাধীন কোম্পানি হলেও এর শেয়ারহোল্ডারদের মধ্যে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সিনহা ফ্যাশনস, যা সিনহা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। কোম্পানিটির মোট শেয়ারের প্রায় শতাংশ মালিকানা রয়েছে এই প্রতিষ্ঠানটির হাতে।

এই বিক্রির ঘোষণা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং শেয়ারবাজারে কোম্পানিটির ভবিষ্যৎ পরিচালন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।