লুৎমিলা ফরিদ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন

প্রতিবেদক: চট্টগ্রাম, ১০ মে ২০২৫ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ গত ১০ মে সংগঠনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

চেম্বার সূত্রে জানা গেছে, বর্তমান প্রেসিডেন্টের অনুপস্থিতিতে লুৎমিলা ফরিদ আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব গ্রহণের পর লুৎমিলা ফরিদ বলেন, “নারী উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করাই হবে আমার অগ্রাধিকার। চেম্বারের কার্যক্রম আরও বিস্তৃত করে সারা দেশের নারী ব্যবসায়ীদের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করব।”

উল্লেখ্য, লুৎমিলা ফরিদ ইতিপূর্বে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন।