শিক্ষার্থীদের হাতে জানুয়ারিতেই নতুন বই: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক: চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও আগামী শিক্ষাবর্ষে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়েছিল নভেম্বর মাসে। ফলে বই বিতরণে দেরি হয়। এবার যাতে শিক্ষার্থীরা জানুয়ারিতেই নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বর মাসেই কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু কার্যাদেশ দেওয়া হয়েছে, বাকিগুলো যাচাই-বাছাই শেষে এ মাসের মধ্যেই দেওয়া হবে। এ বিষয়ে আগামী সপ্তাহেও বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, বই ছাপানোর মান, কাগজের গুণগত মান এবং একই প্রতিষ্ঠানের কাছে একাধিক কাজ দিয়ে একচেটিয়া সুযোগ তৈরি হচ্ছে কি না—এসব খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম এড়াতে বই কেনার প্রস্তাবও আজকের বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, “মাঝেমধ্যেই অনিয়মের সংবাদ পাওয়া যায়। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

২০২৪ সালে শিক্ষার্থীদের হাতে তিন মাস দেরিতে বই পৌঁছেছিল উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “এবার জানুয়ারিতেই বই হাতে পাবে শিক্ষার্থীরা।”

কোন কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়া হবে সে বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, সেপ্টেম্বর মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করার চেষ্টা চলছে।