শিল্প খাতে পরিবেশ সচেতনতা, পুরস্কার পেল ৩০ কারখানা

প্রতিবেদক: দেশের ৩০টি শিল্পকারখানাকে পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯ জুন ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা–২০২০’-এর আওতায় ১৬টি খাতের ৩০টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

এবারের পুরস্কারে তিনটি শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ইলেকট্রনিকস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস; প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ অ্যাগ্রো; এবং আকিজ গ্রুপের আকিজ টেক্সটাইল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।

নিট তৈরি পোশাক খাত থেকে পুরস্কার পাচ্ছে নরসিংদীর চরকা টেক্সটাইল, গাজীপুরের ইকোটেক্স এবং নারায়ণগঞ্জের ফকির ফ্যাশন। ওভেন তৈরি পোশাক খাতে পুরস্কার পাচ্ছে মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস, গাজীপুরের আউকু টেক্স এবং ময়মনসিংহের স্কয়ার ফ্যাশন।

বস্ত্র খাত থেকে চারটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। এগুলো হলো মানিকগঞ্জের আকিজ টেক্সটাইল মিলস, হবিগঞ্জের পাইওনিয়ার ডেনিম, চট্টগ্রামের কেডিএস টেক্সটাইল মিলস এবং ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। অটোমোবাইল খাতে একমাত্র পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজ।

ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য খাতের মধ্যে পুরস্কার পাচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিকস (নরসিংদী), ফেয়ার ইলেকট্রনিকস (নরসিংদী) এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (গাজীপুর)। সরঞ্জাম ও সংযোগ শিল্প খাতে ঢাকার আদজি ট্রিমস এই পুরস্কার পাচ্ছে।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ঢাকা) এবং হবিগঞ্জ অ্যাগ্রো (হবিগঞ্জ) পুরস্কার পাচ্ছে। চা শিল্প থেকে পুরস্কার পাচ্ছে মৌলভীবাজারের জেরিন ও মির্জাপুর চা–বাগান। চামড়াজাত পণ্য খাতে পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের সুনিভার্স ফুটওয়্যার।

পাট খাতে রংপুরের কারুপণ্য রংপুর এবং টাইলস ও সিরামিক খাতে গাজীপুরের এক্স সিরামিক পুরস্কার পাচ্ছে। প্রসাধনী খাতে মুন্সিগঞ্জের রিমার্ক এইচবি এবং নারায়ণগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ নির্বাচিত হয়েছে।

ওষুধ খাতে একমাত্র পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের এসকেএফ ফার্মাসিউটিক্যালস। জাহাজভাঙা ও নির্মাণ খাতে চট্টগ্রামের পিএইচপি শিপ ব্রেকিং, খুলনার খুলনা শিপইয়ার্ড এবং চট্টগ্রামের কেআর শিপ রিসাইক্লিং পুরস্কার পাচ্ছে। এছাড়া সিমেন্ট খাতে গাজীপুরের সেভেন সার্কেল ও ইস্পাত খাতে চট্টগ্রামের বিএসআরএম স্টিলস পরিবেশবান্ধব প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাচ্ছে।