শেয়ারবাজারে পূবালী ও যমুনা ব্যাংকের বন্ড অনুমোদন

In শেয়ার বাজার
September 24, 2025

প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি দুটি ব্যাংকের মোট ১ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বন্ডের মধ্যে পুবালী ব্যাংক বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা এবং যমুনা ব্যাংক বন্ডের মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। দুটি বন্ডই অরূপান্তরযোগ্য ভাসমান সুদহারের বন্ড, যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

বিএসইসি জানিয়েছে, পূবালী ব্যাংকের বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হবে ৫ লাখ টাকা। অর্থাৎ একটি ইউনিট কিনতে বিনিয়োগ করতে হবে ৫ লাখ টাকা। বন্ড থেকে পাওয়া অর্থ ব্যাংকটি তাদের মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করবে।

একইভাবে, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ডের প্রতিটি ইউনিটের ফেস ভ্যালুও ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বন্ডের সুদহার হবে বেঞ্চমার্ক সুদের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ কুপন হার যোগ করে। সংগৃহীত অর্থ ব্যাংকের মূলধন ভিত্তি জোরদারে কাজে লাগবে।

বিএসইসি আরও জানিয়েছে, দুটি বন্ডই মেয়াদ শেষে অবসায়িত হবে এবং শেয়ারবাজারের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন হবে।