শেয়ারবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা

অনলাইন ডেক্স: গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকার মতো। পাশাপাশি বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

সূচকের পতন, মূলধনের ঊর্ধ্বগতি

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ২০৩টির দাম কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত ছিল।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পরও বাজার মূলধন বড় অঙ্কে বেড়েছে। সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকা; যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা বা ০.৭৯ শতাংশ।

এর আগের সপ্তাহে বাজার মূলধন ১৫ হাজার ৮০৯ কোটি টাকা বা ২.৩৫ শতাংশ বেড়েছিল। তার আগের তিন সপ্তাহেও বাজার মূলধন বাড়ে যথাক্রমে ৯ হাজার ১০৫ কোটি, ৪ হাজার ২৩৮ কোটি ও ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। ফলে পাঁচ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ২৫১ কোটি টাকা।

প্রধান মূল্যসূচকের পতন

বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও বাছাই করা মূল্যসূচক কমেছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১.১১ পয়েন্ট বা ০.০২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ২২.৩০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়েছিল।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৯.২২ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি ৬.২১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়েছিল।

তবে ইসলামী শরিয়াহ ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ৭.১৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এটি ৭.৯৩ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

লেনদেনের পরিমাণ বৃদ্ধি

প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা; যা আগের সপ্তাহের ৪২১ কোটি ৪৪ লাখ টাকার তুলনায় ৪৮ কোটি ৯০ লাখ টাকা বা ১১.৬০ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি লেনদেন গ্রামীণফোনের

সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ারে। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.১১ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা রবির শেয়ার প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং আরডি ফুড।