
অনলাইন ডেক্স: গত সপ্তাহেও ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষস্থানে ছিল রবি আজিয়াটা। পাঁচ কার্যদিবসের প্রতিদিনই কোম্পানিটির গড়ে প্রায় ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বাজারের মোট লেনদেনের আড়াই শতাংশের বেশি।
চলতি সপ্তাহে এ লেনদেন আরও বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে রবির লেনদেন বাজারের মোট লেনদেনের ৫ শতাংশে পৌঁছেছে।
গত ১২ ফেব্রুয়ারি রবি আজিয়াটা পরিচালনা পর্ষদের সভার ঘোষণা দেয়। সেখানে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কথা জানানো হয়। সেই সঙ্গে শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণার সম্ভাবনাও উল্লেখ করা হয়।
এই ঘোষণার পর গত তিন কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম এক টাকা বা সাড়ে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১১ ফেব্রুয়ারি রবির শেয়ার ছিল ২৮ টাকা ৭০ পয়সা, যা ১৪ ফেব্রুয়ারি বেড়ে দাঁড়ায় ২৯ টাকা ৭০ পয়সায়।
সর্বশেষ ২০২৩ সালে রবি আজিয়াটা শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়, ফলে প্রতি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পান বিনিয়োগকারীরা। ওই বছর কোম্পানিটি মোট ৫২৪ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করে।
২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রবি আজিয়াটা বর্তমানে দেশের সর্বোচ্চ মূলধনি কোম্পানি। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৮ কোটি টাকা।
পরিচালনা পর্ষদের সভাকে কেন্দ্র করে রবির শেয়ারবাজারে লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা শেয়ারদর ও লেনদেনকে আরও প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।