শেয়ারবাজারে লেনদেনে শীর্ষে ব্র্যাক ব্যাংক

অনলাইন ডেক্স: বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক আবারও শেয়ারবাজারে লেনদেনে শীর্ষ পর্যায়ে উঠে এসেছে। রোববার, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকটি। এদিন ডিএসইতে মোট লেনদেনের সোয়া ৩ শতাংশই ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সামনে ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা আসছে, যা বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে। সাধারণত মার্চ-এপ্রিলে ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা করে, এবং এই সম্ভাবনার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

গত বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি–সেপ্টেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ব্র্যাক ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের প্রথম ৯ মাসে ব্যাংকটি ৫২৬ কোটি টাকা মুনাফা করেছিল, যা ২০২৪ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে ৮৭১ কোটি টাকার বেশি। এই উর্ধ্বমুখী প্রবৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক গত বছরের প্রথম ৯ মাসে ভালো মুনাফা করেছে, এবং বছরের শেষ তিন মাসে এই মুনাফা আরও বাড়তে পারে বলে বিনিয়োগকারীরা আশা করছেন। ফলে ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে, যার ফলে লেনদেন ও শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।”

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য ৪ টাকা ৩০ পয়সা বা প্রায় ৯ শতাংশ বেড়েছে। গত ১৯ জানুয়ারি শেয়ারের বাজারমূল্য ছিল ৪৮ টাকা ৮০ পয়সা, যা গতকাল দিন শেষে বেড়ে ৫৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

শেয়ারহোল্ডিং কাঠামোর দিক থেকে, উদ্যোক্তা-পরিচালকদের বাইরে ব্যাংকটির বড় অংশের শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ব্যাংকের মোট শেয়ারের ৩২ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগকারীদের দখলে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪ শতাংশের বেশি, ব্যক্তিগত বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ, এবং উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে প্রায় ৪৬ শতাংশ শেয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, ব্র্যাক ব্যাংকের মুনাফার ধারা অব্যাহত থাকলে, বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়বে এবং শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।