
প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার বর্তমানে ‘ডাকাতদের আড্ডা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘‘এক ডাকাত গেলে আরেক ডাকাত আসে। এ বাজারে বড় ধরনের সংস্কার এখন সময়ের দাবি।
আজ রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। ‘সিএমজেএফ টক উইথ শফিকুল আলম’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, এবং সাধারণ সম্পাদক আবু আলী উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, ‘‘বাংলাদেশের শেয়ারবাজারে যাঁরা সংস্কার করেছেন, তাঁরা অনেক সময় গোষ্ঠীস্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলে বড় খেলোয়াড়রা সুবিধা পেলেও সাধারণ বিনিয়োগকারীরা প্রতিনিয়ত প্রতারিত হয়েছেন।’’
তিনি আরও বলেন, “কিছু কিছু সংঘবদ্ধ গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাজারে কারসাজি চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সরকারই তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি যাঁরা সংস্কারের কথা বলেন, তাঁদের অনেকেই অন্য গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত।
প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “এখন যে সংস্কার হবে, তা হবে নিরপেক্ষ এবং নির্মমভাবে। প্রধান উপদেষ্টা শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চান, আর এজন্য বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।”
তিনি ব্যাখ্যা করেন, “শেয়ারবাজার তো রকেট সায়েন্স না যে বিদেশিরা বুঝবেন না। শেয়ারবাজারে বিশ্বের সর্বত্রই কিছু প্রমিত নিয়ম ও রীতি রয়েছে। আমাদের ভয়, স্থানীয় সংস্কারকর্তারা গোষ্ঠীগত স্বার্থে চলে যেতে পারেন। তাই শ্রীলঙ্কা ও ভারতের মতো আমরাও বিদেশি বিশেষজ্ঞদের ওপর ভরসা রাখতে চাই।”
এ সময় তিনি শেয়ারবাজারে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়েও কথা বলেন। ‘‘বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে, শেয়ারবাজার ঘিরে প্রভাবশালী ব্যক্তিরা কোটিপতি হয়ে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি যেন আবার তৈরি না হয়, সেজন্যই সংস্কারে কড়া নজর দিচ্ছে সরকার,’’ বলেন শফিকুল আলম।