
প্রতিবেদক: বেসরকারি মালিকানাধীন যমুনা ব্যাংক পিএলসি ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৪ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৬ দশমিক ৫০ শতাংশ স্টক বা বোনাস শেয়ারে প্রদান করা হবে।
সম্প্রতি ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। এতে পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন এবং বিভিন্ন প্রস্তাব পেশ করেন।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি তাঁদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, যমুনা ব্যাংক ২০২৩ এবং ২০২২ সালেও শেয়ারহোল্ডারদের নগদে ১৭.৫০ শতাংশ ও বোনাস শেয়ারে ৮.৫০ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২০ ও ২০২১ অর্থবছরেও একই হারে (১৭.৫০%) নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইতে যমুনা ব্যাংকের শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, যমুনা ব্যাংক পিএলসি ২০০১ সালের ৩ জুন বেসরকারি খাতে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদানের মাধ্যমে শেয়ারহোল্ডারদের সন্তুষ্ট রাখতে সচেষ্ট রয়েছে।