
প্রতিবেদক: শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সব খাতের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর।
সোমবার ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, গত ৪০ বছরে দেশে শিল্পায়ন হলেও তৈরি পোশাকশিল্প ছাড়া অন্যান্য খাতের বিকাশ সীমিত। বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলো যদি শ্রম আইন মেনে কেন্দ্রীয় তহবিলে লভ্যাংশ জমা না দেয়, তাহলে তাদের সরকারি ক্রয় কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া তিনি বলেন, ঢাকা মহানগরীর সব হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল ও সুপারশপগুলোকে শ্রম আইন, ২০০৬–এর আওতায় বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনা হবে।
শ্রম উপদেষ্টা আরও বলেন, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সঙ্গে বৈঠকে কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তিনি জানান, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) নিশ্চিত করতে এবং অনানুষ্ঠানিক খাত ও কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সুরক্ষা দিতে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আইএলওর বাংলাদেশ প্রতিনিধি তুমো পুটিয়ানিন, বিবিডিএন ও বহ্নিশিখার পরিচালকসহ বিভিন্ন উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।