শ্রম খাতের জন্য জাতীয় অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের সুপারিশ সিপিডির

অনলাইন ডেক্স:বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রম খাতের জন্য জাতীয় একটি অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের সুপারিশ করেছে। সংস্থাটি তার পূর্ববর্তী কাজের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট শ্রম সংস্কার কমিশনের জন্য প্রস্তুত করা সুপারিশে এই প্রস্তাব তুলে ধরেছে। রোববার সকালে ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ’ বিষয়ক আলোচনা সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সভায় উল্লেখযোগ্য অন্য প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো দেশে অভিন্ন শ্রম আইন প্রণয়ন। বর্তমানে দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর জন্য আলাদা আইন রয়েছে, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। সিপিডি প্রস্তাব দিয়েছে, ইপিজেডেও যেন শ্রমিকদের সংগঠন গঠনের সুযোগ দেওয়া হয়।

এছাড়া, শ্রম আইনে ট্রেড ইউনিয়ন চর্চা সহজ করতে শ্রমিক সংগঠনের অর্ন্তভুক্তির ক্ষেত্রে শ্রমিকদের সই স্বাক্ষরের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে, ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধনের জন্য কারখানার শ্রমিক সংখ্যা অনুযায়ী ২০ শতাংশ শ্রমিকদের স্বাক্ষর প্রয়োজন হয়।

সভায় বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমিশনের সদস্য কামরান টি রহমান, এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ, বাংলাদেশ শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার লিমা, এবং বাংলাদেশে ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম সভাটি পরিচালনা করেন।

সিপিডির পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তামিম আহমেদ। সিপিডির প্রস্তাবগুলো শ্রম সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।