
প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মনে করেন, সঞ্চয়পত্রের সুদহার বাড়ালে সবাই সঞ্চয়পত্র কিনবে, যার ফলে কেউ ব্যাংকে টাকা রাখবে না। এতে ব্যাংকগুলোর লিকুইডিটির সংকট সৃষ্টি হতে পারে। তিনি বলেন, “আমাদের ব্যালেন্স করে দেখতে হবে, সবাই সঞ্চয়পত্র কিনলে ব্যাংক কোথায় টাকা পাবে?
গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের টাকা-পয়সা অনেকেই বিদেশে নিয়ে গেছেন, যা অন্য কোথাও হয়তো ঘটেনি। তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার সময়সাপেক্ষ এবং তা করতে পারবে নির্বাচিত সরকারই।
তিনি আরও জানান, অর্থনৈতিক দুর্বলতার কারণে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ১২টি ব্যাংককে মোট ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। এর আগে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এসব সহায়তা স্থায়ী সমাধান নয়, শুধু সংকট সাময়িকভাবে সামলানোর প্রচেষ্টা।
ব্যাংকগুলোর পুনর্বাসনের প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক পুনরুদ্ধারের জন্য কাজ করছে। ইসলামী ব্যাংক একটি বড় উদাহরণ, যেখানে প্রাইভেট সেক্টরে আস্থা ফিরেছে। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও সরকার উদ্যোগ নিয়েছে এবং একটি নতুন ব্যাংক রেগুলেশন আইন প্রণয়ন করেছে। এই আইনের প্রধান শর্ত হলো, যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের টাকা ফেরত দেয়ার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। সময় লাগলেও কারো টাকা ক্ষতিগ্রস্ত হবে না।
পরে দুপুরে তিনি নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং পরবর্তীতে নিজের গ্রামের বাড়ি দড়িশ্রীরামপুরে যান। সফরে তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ও অন্যান্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।