
প্রতিবেদক: সড়ক নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিতে হাইওয়ে পুলিশকে ট্রাফিক সাইনসহ বিভিন্ন সামগ্রী দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেএসআরএম।
রোববার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে হাইওয়ে পুলিশের সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়ার হাতে সামগ্রী তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম। এ সময় কেএসআরএমের সহকারী মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক চৌধুরী ও মো. নাজমুল হুদা, ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, কর্মকর্তা মো. মুনমুন রহমান ও মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-অ্যাডমিন) ইমতিয়াজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন মিয়া বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করাসহ দেশের যেকোনো ক্রান্তিকালে কেএসআরএম সরকার ও জনগণের পাশে থাকে। অতীতের মতো এবারও তারা এগিয়ে এসেছে। ভবিষ্যতেও কেএসআরএম আমাদের পাশে থাকবে বলে আশা করি।
কেএসআরএমের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম বলেন, কেএসআরএম বরাবরের মতো দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় যুক্ত থাকে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।