সবজির দাম আকাশছোঁয়া, বর্ষা ও সরবরাহ সংকট মূল কারণ

প্রতিবেদক: বর্ষার এ সময়ে দেশের বাজারে শাকসবজির দাম প্রত্যাশার চেয়ে অনেক বেশি। বর্ষায় ইলিশের সঙ্গে জনপ্রিয় পটোলের দামও বেড়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি কেজি পটোল এখন ৬০–৮০ টাকা, যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি। বিশ্লেষণ অনুযায়ী, ১৬টি সবজির গড় দাম বেড়েছে প্রায় ২৬ শতাংশ।

সরকারি কর্মকর্তাদের মতে, বর্ষা শেষে শাকসবজির দাম স্বাভাবিকভাবেই কিছুটা বেশি হয়। তবে এবারের দাম বৃদ্ধি স্বাভাবিক সীমার চেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আগস্টে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি ১৩ শতাংশ কম।

বর্ষায় খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেছে।

রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় বর্তমান বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব বেড়েছে।

রাস্তার খারাপ অবস্থা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে।

পাইকারি ও খুচরা পর্যায়ে দাম ব্যবধান, যেমন কারওয়ান বাজারে বেগুন কেজি ৮০ টাকা হলেও খুচরা পর্যায়ে তা ১৬০–১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রুই, কাতলা, ইলিশ, পাঙাশ ও তেলাপিয়া মাছের দাম গড়ে ১৮ শতাংশ বেড়েছে। মাংস ও ডিমের দামও বেড়ে গড়ে ৭ শতাংশ।

রাজধানীর সাধারণ মানুষও দাম বাড়ার প্রভাব অনুভব করছেন। শাহাদাত হোসেন জানান, এবার আগস্টে ইলিশ কিনতে অসুবিধা হয়েছে, আধা কেজি ইলিশ কিনতে ৮০০ টাকা খরচ করতে হয়েছে। একই সঙ্গে বেগুন ও অন্যান্য সবজির দামও দ্বিগুণ হয়েছে।

ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান বলেন, “দাম বৃদ্ধির কারণ ও সমাধান বোঝার জন্য বিস্তৃত গবেষণা প্রয়োজন। সবজি, মাছ ও মাংসের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে।”