
প্রতিবেদক: সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ সিদ্ধান্ত জানিয়েছে। আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের জন্য করদাতারা https://etax.nbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। বর্তমানে দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারী (টিআইএন) করদাতার সংখ্যা প্রায় ১ কোটি ১২ লাখ। কিন্তু প্রতি বছর রিটার্ন দাখিল করেন মাত্র ৪০ লাখের মতো।
তবে কিছু বিশেষ শ্রেণির করদাতার জন্য কাগুজে রিটার্ন দাখিলের সুযোগও রাখা হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষ থেকে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা বা নিবন্ধনজনিত জটিলতা থাকলে করদাতারা সুনির্দিষ্ট যৌক্তিক কারণ উল্লেখ করে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে তারা কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত বছর নির্দিষ্ট কিছু করদাতা গোষ্ঠীর জন্য (যেমন: নির্দিষ্ট এলাকার করদাতা, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা) অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করায় ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।
করদাতারা ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। পরিশোধ শেষে অনলাইনেই রিটার্ন জমা দেওয়ার সুবিধা থাকছে।
অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে এনবিআরের কল সেন্টার ও ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।