সমস্যাগ্রস্ত ইউনিয়ন ক্যাপিটালে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. ফেরদাউস হোসেন। এ সংক্রান্ত আদেশ রোববার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন সূচকের ভিত্তিতে ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালও রয়েছে। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিষয়ে ব্যাখ্যা চাইলে সন্তোষজনক জবাব দিতে না পারায় ইতিমধ্যে ৯টি প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। গত বৃহস্পতিবার গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের রেজল্যুশন বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের ১,১৮৪ কোটি টাকার ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ রয়েছে মাত্র ১৮৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির প্রায় ৯৬ শতাংশ বা ১,১৩৬ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। ক্রমপুঞ্জিভূত লোকসান দাঁড়িয়েছে ১,২৬৬ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নেওয়া ১,০২৪ কোটি টাকার আমানত এবং অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ১৬১ কোটি টাকার ঋণও দীর্ঘদিন ধরে ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানটি।