সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয়ের তালিকা প্রকাশ

প্রতিবেদক:দেশের সকল চাকরিজীবীর জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি অত্যাবশ্যক, এবং কোন ধরনের আয় করযোগ্য হবে তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নির্দেশিকায় উল্লেখ আছে। সম্প্রতি এনবিআর চলতি অর্থবছরের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সরকারি চাকরিজীবীদের ১৫ ধরনের আয় এবং বেসরকারি চাকরিজীবীদের ১১ ধরনের আয়ে কর ধার্য করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ১৫ ধরনের আয়ে কর ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বকেয়া বেতন, বিশেষ দায়িত্ব বা কাজের জন্য প্রাপ্ত বিশেষ বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সহায়ক কর্মীর ভাতা, অব্যবহৃত ছুটি নগদায়ন, সম্মানী ও পুরস্কার, ওভারটাইম ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিলে সুদ, লাম্পগ্র্যান্ট এবং গ্র্যাচুইটি। এই সকল আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর ধার্য হবে।

বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ১১ ধরনের আয়ের ওপর কর আরোপিত হবে। এগুলো হলো মূল বেতন, ভাতা (যাতায়াত, চিকিৎসাসহ অন্যান্য ভাতা), অগ্রিম বা বকেয়া বেতন, আনুতোষিক, অ্যানুইটি বা পেনশন, পারকুইজিট (অতিরিক্ত সুবিধা যেমন বিনা খরচে বাসা, বিদ্যুৎ, ফোন বিল), বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্ত অর্থ, কর্মচারী শেয়ার স্কিম থেকে আয় (শেয়ার বোনাস বা ডিভিডেন্ড), আবাসন সুবিধা, মোটরগাড়ি সুবিধা এবং নিয়োগকর্তার দেওয়া অন্যান্য সুবিধা যেমন ক্লাব সদস্যপদ, ট্যুর সুবিধা। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার প্রদত্ত অংশও করের আওতায় থাকবে।

এভাবে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা তাঁদের সকল আয়করযোগ্য আয় সঠিকভাবে শনাক্ত করে নিয়মমতো আয়কর রিটার্ন জমা দিতে পারেন।