
প্রতিবেদক: সরকারি পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত বুধবার (২৯ মে) জারি করা অফিস আদেশে এ সম্মানী সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, এখন থেকে মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানী হবে ৪,৫০০ টাকা, যা আগে ছিল ৩,৫০০ টাকা। সঞ্চালকের সম্মানী ১,০০০ টাকা বাড়িয়ে ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
একটি সেমিনারে সর্বোচ্চ তিনজন আলোচককে সম্মানী দেওয়া যাবে। আলোচকদের সম্মানী ১,৫০০ টাকা বাড়িয়ে ৪,০০০ টাকা করা হয়েছে।
এ ছাড়া সহায়ক তিন কর্মচারীর প্রত্যেককে ২,০০০ টাকা করে সম্মানী দেওয়া যাবে, যা আগে ছিল ১,৫০০ টাকা। র্যাপোর্টিয়ারের সম্মানী ৫০০ টাকা বাড়িয়ে ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মানী সর্বোচ্চ দুইজন র্যাপোর্টিয়ার পেতে পারেন।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে সাধারণ অংশগ্রহণকারীদের সম্মানীতে। তাঁদের সম্মানী ১,০০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সরকারি সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ আরও উৎসাহজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।