সরকারের এলএনজি, চাল, তেল ও ডাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন

অনলাইন ডেক্স: সরকার যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করতে যাচ্ছে, যার ব্যয় ধরা হয়েছে ১,৩৭৬ কোটি টাকা। এছাড়া, চাল, ডাল ও ভোজ্যতেল ক্রয়সহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রথম কার্গো যুক্তরাজ্যভিত্তিক মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪ ডলার ৪৮ সেন্ট দরে কেনা হবে, যার মোট ব্যয় ৬৯৪ কোটি ৪৭ লাখ ৬৭২ টাকা।

দ্বিতীয় কার্গো একই প্রতিষ্ঠান থেকে প্রতি এমএমবিটিইউ ১৪ ডলার ২২ সেন্ট দরে কেনা হবে, যার ব্যয় ৬৮২ কোটি ৩ হাজার ৮ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের মেসার্স পাত্তাভী এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড।মূল্য প্রতি টন ৪২৯ ডলার ৫৫ সেন্ট।মোট ব্যয় ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলার।

টিসিবির জন্য রাইস ব্র্যান অয়েল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাইস ব্র্যান অয়েল মোট পরিমাণ ১ কোটি ১০ লাখ লিটার।সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ – ২০ লাখ লিটার।মজুমদার প্রডাক্টস লিমিটেড – ৪৫ লাখ লিটার।মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড – ৪৫ লাখ লিটার।মূল্য প্রতি লিটার ১৬২ টাকা ৫০ পয়সা।মোট ব্যয়: ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা।

মসুর ডাল মোট পরিমাণ ১০ হাজার টন।সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডিং করপোরেশন – ৫ হাজার টন।মেসার্স পায়েল ট্রেডার্স – ৫ হাজার টন।মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ২৩ পয়সা।মোট ব্যয় ৯৪ কোটি ২৩ লাখ টাকা।

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ট্রিটেড ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

প্রথম প্রকল্প (ফেজ ৩, কম্পোনেন্ট ৩.১) মূল্য ৯৭৬ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা।বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

দ্বিতীয় প্রকল্প (কম্পোনেন্ট ৩.২) মূল্য ৩৩৩ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ১১ টাকা।বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: যৌথভাবে হুবেই ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড (HICC) এবং এস আর করপোরেশন (SRC)।

এই সিদ্ধান্তগুলো সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।