সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা, বিমা ও পেনশন চালুর প্রস্তাব শ্রম সংস্কার কমিশনের

প্রতিবেদক: দেশে গণমাধ্যমে কর্মরত সব সাংবাদিকের জন্য ঝুঁকি ভাতা, বিমা ও পেনশন সুবিধা চালুর পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এ ছাড়া বিদ্যমান শ্রম আইনে ‘সংবাদপত্র শ্রমিক’-এর সংজ্ঞা সংশোধন করে ‘গণমাধ্যম শ্রমিক বা কর্মী’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে এসব সুপারিশ উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের সংবাদমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক)–এর সাংবাদিক ও কর্মীদের জন্য ‘দ্য নিউজপেপার এমপ্লয়িজ (কন্ডিশন অব সার্ভিস) অ্যাক্ট ১৯৭৪’-এর আদলে একটি পৃথক আইন প্রণয়ন অথবা বিদ্যমান শ্রম আইনে আলাদা একটি অধ্যায় সংযুক্ত করার প্রয়োজন রয়েছে। কমিশন আরও বলেছে, সংবাদপত্র শ্রমিকের সংজ্ঞায় সম্প্রসারণ ঘটিয়ে রেডিও, টেলিভিশন ও অনলাইনসহ সব মাধ্যমের কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। ক্যামেরার পেছনে কাজ করা ব্যক্তিদের ‘চিত্র সাংবাদিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও এসেছে প্রতিবেদনে।

সাংবাদিকদের চাকরির সুরক্ষা নিশ্চিতে নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করেছে কমিশন। একই সঙ্গে তাদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, ছুটির নিয়ম এবং নারী সাংবাদিকদের মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকরের কথা বলা হয়েছে। বেতন নিয়মিত প্রদানের লক্ষ্যে গণমাধ্যম কর্তৃপক্ষকে মাসিক বেতনের তথ্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে জমা দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছে।

সাংবাদিকদের কল্যাণে গঠিত ট্রাস্টকেও সংস্কারের পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ট্রাস্টকে কার্যকরভাবে সংস্কার করলে এটি সব সাংবাদিকের প্রকৃত কল্যাণে ভূমিকা রাখতে পারবে।